আমাদের কথা খুঁজে নিন

   

নিচে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

অনেক উঁচুতে উঠে পড়ে যাও যদি হঠাৎ... ধপাস... .........................ব্যাথা তখন বেশী উচ্চতা পরিহার করে এস সবাই .........................নিচে নেমে আসি। নিচে সবই শান্ত সমতলে হেঁটে হেঁটেও কেউ নয় আর ক্লান্ত ..........................এখানে ধোঁয়া কম এখানে নিঃশ্বাসে তাই পাওয়া যায় পুরো দম। নিচে সুখ, নিচে মমতা, নিচে সত্য সাধনা তবু উচ্চতা ছেড়ে অনেকেই তা খোঁজেনা। নিচে সবাই বোধের সাথে অজান্তেই মাতাল এই নিচেই আছে ছায়া ঢাকা ঘুমের চাতাল। নিচে আরও শান্তি কত কত... .........................অসময়ে বুঝবে তুমি কভূ! নিচ থেকে উপর পানে সবই কি আর স্বর্গের প্রতিভূ? ১৪/২/০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।