সাধারন
আমার লেখালেখির 2য় পর্যায়ে আমার গান লেখার ইচ্ছে আছে । আমি আসলে নিজের অকর্মণ্যতা ঘোচানোর আপ্রান চেস্টা চালিয়ে যাচ্ছিলাম । এই প্রচেস্টার শুরুতে অতটা না হলেও এখন আমি আমার ভেতরে নতুন করে আত্মবিশ্বাস পাচিছ । ছোট বেলা থেকেই আমি গান, নাচ আর সিনেমায় আসক্ত । এই তিনটি বিষয় আমার একবারে মজ্জাগত হয়ে গেছে ।
এগুলোই আমার এখনকার অকর্মন্যতা কাটিয়ে দেবে, এই স্বপ্ন দেখছি ।
যাই হোক গান লেখার ইচ্ছে যেহেতুআছে তখন গান চিত্রায়নের সপ্নও আছে । 'গণতন্ত' গানটি নতুন আঙ্গিকে নির্মানের সপ্নও আমার এ জন্যই ।
আগেই বলে রাখি গানটির বর্তমান নির্মান খুব আবেদনময় বলেই এটা নিয়ে আমার নতুন এই ইচ্ছা । আর বৃহৎ পরিসরে জোড়ালো আবেদনের নতুন নির্মান এই গণ সঙ্গীতটি আমাদের জাতীয় জীবনের এই ক্রান্তি লগ্নে অনেক তাৎপর্য বহণ করবে ।
আর নতুন আঙ্গিকে আধুনিক নির্মান শৈলীতে তেরী নতুন গণ সঙ্গীত নেই বললেই চলে । বহুদিন পরে হায়দার হুসেন তার গান গুলো নিয়ে গণ সঙ্গীতের তাৎপর্য নতুন করে তুলে ধরলেন । ধন্যবাদ হায়দার হুসেনকে আমাদের সমসাময়িক সঙ্গীতে নতুন মাত্রা যোগ করার জন্য ।
গানটির নতুন নির্মানের জন্য আমার কিছু সুপারিশ br />
1) গানটি বিশাল কোন খোলা জায়গায় চিত্রায়ন করুন । যেমন বিশাল কোন ধানতে , কোন স্টেডিয়াম বা সংসদ ভবনের ঊঁচু বেদী হলে ভাল হবে।
2) বিভিন্ন ধরনের কয়েক শ বাদ্য যন্ত্রএকসাথে কোন স্টেডিয়াম বাজালে যেমন হবে তেমনি ভাবে । বাদন যেমন মৃদু হবে তেমনি কান ফাটানো হবে ; শ্রোতাকে যেমন সুললিত হয়ে মুগ্ধ করবে সেই রকম আগ্রাসী হয়ে জঙ্গী করবে ।
3) গানটির কোরাস হবে মূল গানের চেয়ে গমগমে, গর্জনশীল । গমগমে বা ভরাট গলার অনেক , এমনকি কয়েক শ সহ শিল্পী গাইবে কোরাস । আবেদন ময় একটি দূর্বল আহবান জাতীয় ভাবে কতটা শক্তিশালী হতে পারে তার প্রতিকী প্রকাশ থাকবে তাতে ।
4) গানটির চিত্রায়ন হতে হবে অনেক প্রশস্ত । টেকগুলো হবে অনেক দূরে থেকে, অনেক গুলো এ্যাঙ্গেলে আর অনেক উপর থেকে, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা যেতে পারে ।
5) বর্ণাঢ্য হতে হবে পুরো আয়োজন টা । গানটির বর্তমান চিত্রায়নে দেয়াল লিখন গুলো যেমন বর্ণিল তার চেয়েও চোখ ধাধানো রঙের বিন্যাস থাকবে ।
6) গানটির চিত্রায়নের এডিটিং হবে সূর, বাদন আর শব্দের সাথে সঙ্গতীপূর্ণ এবং অভিনব ।
আমি হায়দার হুসেন এবং চ্যানেল ওয়ানকে বলবো আমাদের দেশের গণ সঙ্গীত কে নতুন আবেদনে এ মন করে তুলে ধরবার চেষ্টা করার এখনই সময় । তাতে গণসঙ্গীতের জগতে হায়দার হুসেন এবং চ্যানেল ওয়ান হয়ে থাকবে উজ্জল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।