ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
নগরীর পিচঢালা পথ থেকে শুরু করে গাঁয়ের কাঁদামাখা পথ। সব পথেই ভক্ত ও অনুরাগীদের নিয়ে অবিরাম হাঁটতেন মোহাম্মদ জুলফিকার হাইদার। জীবনের পূর্ণতার খোঁজে অনেক বেশি হেঁটেছেন বলে হাঁটা বাবা নামেই পরিচিতি লাভ করেন তিনি। সবার প্রিয় হাঁটা বাবা আর ভক্তদের নিয়ে হাঁটবেন না।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন তিনি।
(ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মৃত্যুকালে তিন ছেলে রেখে গেছেন হাঁটা বাবা। এরা হলেন-মোহাম্মদ লাডলা হাইদার, শাহেজাদা হাইদার ও আনোয়ার হাইদার।
শ্রদ্ধা জানানোর জন্য মরহুমের মরদেহ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে।
হাজারো ভক্ত-অনুরাগী হাঁটা বাবার প্রতি সারিবদ্ধভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।
বড় ছেলে লাডলা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর মোহাম্মদপুর কবরস্থানে হাঁটা বাবার দাফন সম্পন্ন হবে।
তিনি জানান, ৬ মাস আগে হার্ট হ্যাটাক করেন হাঁটা বাবা। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলছিলেন। কিন্তু না হেঁটে থাকতে পারেননি বলে দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
হাঁটা বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্ত আমিনুল বলেন, আমি দীর্ঘ ১৬ বছর ধরে দেশব্যাপী বাবার সঙ্গে হেঁটেছি। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বাবার আত্মা শান্তি পাক এটাই কামনা করি।
-------------------------------------------------------------------
ছবিটি ২০১২সালে ৮ জুন দুপুরের পর টাউন হল বাজার সংলগ্ন আজম রোডে আমার ক্যামেরায় তোলা ।
ছবি কপি রাইট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।