আমাদের কথা খুঁজে নিন

   

হায়দার হোসেন মানুষ এক

শিল্পী হায়দার হোসেন সত্যিই সাধারণ মানুষের কথা ভাবেন। এর প্রমাণ তিনি দিয়েছেন তাঁর লেখা ও সুর করা প্রতিটি গানে। অন্তরে এবং বাইরে এক, অভিন্ন মানুষ তিনি। কোনো মুখোশ পরেন না। তিনি যা বিশ্বাস করেন বলেন। “আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যাথা বুকে চেপে, নিজেকে দিয়েছি ধিক্কার ।” বি ডি আর এর ঘটনার উপর এর চেয়ে আরও উপযুক্ত কোনো গান লেখা সম্ভব কি না তা আমার জানা নেই। ধন্যবাদ, প্রিয় হায়দার হোসেনকে, এই অসাধারন গানটি সৃষ্টির জন্য। হায়দার হোসেনের একটা গান আছে 'মাদক' টাইটেল... গানটা খুব খুজতেছি কিন্তু পাচ্ছিনা.... যদি ডাউনলোড় লিঙ্কটা কেউ দিতেন... খুব ভাল হত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।