আমাদেরই আশেপাশে...
বাংলাদেশে বাংলা কম্পিউটিং ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এখনো কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলো। যেমন: !@@!149413, বায়োস, বাংলা অপেন সোর্স ডেভেলোপ সংস্থা ইত্যাদি। নিজেরা লিন্যাক্স ও উইকিপিডিয়াতে বাংলা অনুবাদ ও ডেভেলপসহ বিভিন্ন কাজতো করে যাচ্ছেনই, সেই সাথে অন্যদেরও উৎসাহী করে তোলার চেষ্টা করছে। যার ফলাফল হচ্ছে, বাংলাদেশে কম্পিউটার শিক্ষিতদের বিশাল একটা অংশ এখন বাংলা ইউনিকোডে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। এখন অনেক ওয়েবসাইট ও ব্লগ বাংলা ইউনিকোড ব্যবহার করে করা হচ্ছে।
উইকিপিডিয়ার বাংলা রচনা বা প্রবন্ধের সংখ্যা বাড়াতে এবং অপেন সোর্স সফটওয়্যারগুলোর বাংলা-করণে বাংলাদেশীরা যে উদ্যেগ নিয়েছে তা বেশ ভালোই কাজে এসেছে বলতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যায় ও কলেজগুলোতে বুট ক্যম্প করে বাংলায় রচনা ও অনুবাদের কাজ করানো হচ্ছে। পরিচয় করিয়ে দেয়া হচ্ছে বাংলা লোকালাইজেশনের বিভিন্ন দিক। শিক্ষার্থী ও শিক্ষকরাও বেশ আগ্রহের সাথেই কাজগুলো করে দিচ্ছে। (বাংলা লোকালাইজেশনের জন্য বিভিন্ন বুটক্যম্পের খবরগুলো দেশের জাতীয় পত্রিকাগুলো প্রকাশ করে থাকে।
নিয়মিত চোখ রাখলে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন। দেশের জাতীয় পত্রিকাগুলো হচ্ছে: !@@!149548 !@@!149549, প্রথম আলো ইত্যাদি। )
একই সাথে বাংলাদেশের পত্রিকাগুলোও এদেরকে প্রেস কভার দিতে কুন্ঠা বোধ করছে না। সমান্যতম খবর পেলেই (সেটা প্রেস রিলিজই হোক বা অন্য কিছু ) চলে যাচ্ছে ছাপার পাতায়। এমনকি বাংলাদেশের অনেক সাংবাদিকও বাংলা লোকালাইজেশনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে।
পত্রিকাতেও আলোচনা করা হচ্ছে বাংলা লোকালাইজেশনের বিভিন্ন দিক নির্দেশনা।
আর বাংলা উইকিপিডিয়া সম্পর্কে !@@!149602 !@@!149603 !@@!149604 !@@!149605 তা হলো, রচনা সমগ্র ১০,০০০ ছাড়িয়ে গেছে। এর সংখ্যা ক্রমেই বাড়ছে এবং আরও বাড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।