আমাদের কথা খুঁজে নিন

   

মানকচু কাইব্ব (7):

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

মানকচু কাইব্ব (7): লিমেরিক (9) কেন ঝড়, প্রতিবাদ, কেন হাউ মাউ কেন গোল, চিৎকার, জালো দাউ দাউ ? যে রাবন, সেই রাজা পঁচা তেলে ডিমভাজা, যে কদুতে রাতদিন, সে কদুই লাউ। লিমেরিক (10) এ কদুতে চলবে না আর, অন্য কদু চাই তোমার ঘরে ঘি পরোটা, আমার কেন নাই ? সতুনীডাঙ্গার চড়ে রক্ত আমার ঝরে, ভোটের পরে সর্বহারা, ভোটের আগে ভাই ! লিমেরিক (11) আপনি মহান বিদ্যাধর, আপনি মহাজন, আপনি এখন রাষ্ট্রপতি, আপনারই লোকজন। লোকমান আমার কচি পোলা পান্তাভাতে মরিচ গোলা, আপনার ঘরেই জা্বলবে আগুন, থাকলে চোরাধন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।