আমাদের কথা খুঁজে নিন

   

মানকচু কাইব্ব (5)

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

লিমেরিক (3) সংলাপেরই ফাঁকির মাঝে, লুকিয়ে নিয়ে দেশটা আধেক তুমি আধেক আমি, বাকীর অবশেষটা সত্য কি সে জানিনা নীতির বালাই করি না আমরা দু'জন বেয়াই হলেই কেউ ছোবেনা কেশটা। লিমেরিক (4) এই হাটেতে দরাদরি, ওই হাটেতে দুখ সুখের খোঁজে তুমি আমি, সদাই উন্মুখ। আদুল গায়ে রোদ ছোঁয়াও নি:শ্বাসে তা টেনে নাও নিজের মাঝে বেচাকিনি, নিজের মাঝেই সুখ। লিমেরিক (5) একটু দুরে নদীর পাড়ে ছোট্ট হিজল গা, সেই নদীতে রোদের কণায় ভিজিয়ে রেখে পা ছোট্ট মেয়ে কল্পনা দু'চোখ ভরা আল্পনা শুকপাখী তার ছিনিয়ে নিল, মতি মিয়ার ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।