সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
গুড্ডি আমার কানি্ন মরে চান্দে,
আসমানের হুরপরীরা সেই গুড্ডি দেইখ্যা কান্দে
আর কান্দে..।
(কপাল ভাল, পার্ক করা এপোলোর লগে
ধাক্কা লগে নাই, তাইলে খবর আছিল।)
আসমানের তারারা আইসা
তাগো পাগলা গরু বান্দে, আহা বান্দে।
তারারা (ষ্টারেরা) আমারে চিনে
এইজন্য হুরপরীর লগে
তারারাও (ষ্টারেরাও) ইচ্ছামত কান্দে..।
ফান্দে পড়িয়া কবি কান্দে রে.....,
ফান্দে পড়িয়া কবিতা কান্দে রে.....,
জসীমুদ্দিন চাচা, আপনে কেমন আছেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।