সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
লিমেরিক (6)
এক গুচ্ছ কাকের বাড়ী, আরেক গুচ্ছ কাক,
তাতেই দেখি শহর আমার, পুড়েই খাক খাক!
রানীর বাড়ীর চৌতলায়,
বিশ্ব মূনি চৌদোলায়,
সদর দুয়ার খুলে দেখ, কেবল চিচিং ফাক !
লিমেরিক (7)
কেন এত চেচামেচি, কেন গন্ডগোল ?
মাংসটি না পেলেও, পেয়েছো তো ঝোল।
দু'চামচ ডাল নাও
লঙ্কাটি ছেঁচে খাও
সময়ে বেড়াজলে পাল্টাবেই ভোল।
লিমেরিক (8)
এদিক সেদিক কানি্ন মেরে, বসেইছিলাম ঘরে
তোমরা সবাই, হিড়হিড়িয়ে টেনে আনলে ধরে,
বাইরে দেখি অন্ধকার
শেয়াল করে অঙ্গীকার
মুক্তোবনের উলুই রাজা, চেচায় সমস্বরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।