আমাদের কথা খুঁজে নিন

   

মানকচু কাইব্ব (1)

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

সন্ধ্যাকালে এদিক সেদিক যাইও না শকুন্তলা আমার ভয় হয় বড়, কুত্তা, নেতা, নেত্রীগো কামুড় খাইলে যেমুন ভয়, তেমুন ভয়, স্কুটার ম্যানহোলে কাইত হইলে যেমুন ভয়, তেমুন ভয়, হাইজ্যাকার দুলসুদ্ধা কান ছিড়া নিলে যেমুন ভয় তেমুন ভয়, রিকশার মদ্যে ব্যাগ থাপা দিলে যেমুন ভয়, তেমুন ভয়, চুটুকি দাড়ির রামছাগলগুনারে দেখলে যেমুন ভয়, তেমুন ভয়, শকুন্তলা, তুিম লম্বা হিজাব পইড়া আইস, রাস্তাঘাটে, দোকানপাটে, বন আর বই এর মইদ্দেও, কালিদাশ মিয়া অনুমতি দিছে বাইতুল মোকাররামের সামনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।