আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ বিপিএলঃ যা বলতে চাই........

জামাত-শিবির দূরে গিয়া মর! শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ২য় আসর। গত আসরের কিছু অসঙ্গতি ছিল। এবার ভেবেছিলাম বিপিএল সেই সমস্যা গুলো কাটিয়ে উঠে আরো ভালো একটা টুর্নামেন্ট উপহার দিবে। কিন্তু শুরুতেই যেই অবস্থা দেখছি.. কি আর বলব। তবু্ও কিছু কথা বলা উচিৎ................ ১) বাংলাদেশে কি ভালো শিল্পী নেই? আমাদের দেশে কি প্রতিভা নেই? প্রতিবছর ভারতের াল-ছাল না আনলে কি হয়? ২) রুনা লায়লা আর মমতাজ।

এদের সম্পর্কে কিছু বলব না। মমতাজ তো সরকার দলীয় এমপি হওয়ায় পুরোনো বস্তাপচা গান নিয়ে গলা ফাটান। এন্টারটেইন তো করতে পারেনই না, উল্টা দর্শক-শ্রোতাদের উপর আজাব বয়ে যায়। রুনা লায়লা, আপনি কি এই দুইটা গান ছাড়া আর কোন গান জানেন না? ৩) জেমস-বাচ্চু- হাবিব-রুমি-তপু এদের চোখে পড়ে না? অস্তত বাংলাব্যান্ড গুলোকে আনতে পারে। সবসময় ভারত থেইক্যা আনা লাগবো ক্যান? বাংলাদেশ থেইকা যাগোরে ষ্টেজে উঠায় তাগো এক্সপাইরি ডেট অনেক আগেই ওভার হয়ে গেছে।

৪) বাংলাদেশের কোন সুন্দরী মাইয়া কি ইংরেজী পারেনা? তাইলে ইংরেজী স্কুল-ইউনিভার্সিটি গুলো প্রত্যেক বছর কি হাজারো আবাল উৎপাদন করে? শিনা চৌহান কে কেন আনতে হবে? এইটা আমাদের দেশের লিগ, ভারতের লিগও না, আওয়ামিদের লীগ ও না। যে সবকিছু ভারত থেইক্যা আমদানি করন লাগবো। ৫) জার্সিগুলা ডিজাইন করে কোন ছাগলে? খ্যাত কালার কম্বিশনে তো নোবেল পাওয়া উচিত। ৬) পৃথিবীতে পাকিস্তান আর ও.ইন্ডিজ ছাড়াও অনেক দেশ ক্রিকেট খেলে। পাকিস্তানি প্লেয়ার ছাড়া কি বিপিএল খেলা যায় না? প্রতিবছর অষ্ট্রেলীয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিষ্টরা অবিক্রিত থাকে আর পাকিস্তানি সব খেলোয়ার গনহারে বিক্রি হয়ে যায়।

হাউ সেলুকাস... ৭) পাকিস্তানিরা না আসায় এবার স্পট ফিক্সিং কমবে বলে আশা করি। ৮) রংপুর রাইডার্স কে স্বাগতম। ৯) খুলনা আর চট্টগ্রামে খেলা দেয়া ভালো সিদ্ধান্ত। ১০) এবার বিপিএলে ডেসটিনির নাম না থাকায় বিপিএলে ঝামেলা কম হবে। ১১) টিকিটের দাম কমানো উচিত।

১২) সিলেট রয়্যালস , দয়া করে নাফিসা কামালরে ঘরে বাইন্ধা রাইখা আইও নাইলে গতবারের রেকর্ডে চোখ বুলাও। ১৩) চিয়ার লিডার চাই চাই চাই........... ১৪) দোহাই লাগে, এবার আইপিএলের মিউজিক বাজাইও না, নিজেগো কিছু বানাও। ১৫) ভারত বিপিএলে খেলোয়ার দেয় না, আমরাও আইপিএলে সাকিব-তামিমদের কেউরে দিবো না। যাই হোক.. বিপিএলের সাফল্য কামনা করি, এগিয়ে যাও বিপিএল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।