আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টা আগে আমার জানা ছিল না। আপনি কি জানতেন???

I always believe in participation not in performance. আমার এক বন্ধু জিজ্ঞসে করল, "বাংলাদেশে কি পতিতবৃত্তি বৈধ। " বিষয়টা জানা ছিল না। তাই একটু খোঁজ নিলাম। কনস্টিটিউশান আগেও পড়ছি। কিন্তু ঐভাবে মনে নাই।

ল'ইয়ার দের একটা ফোরামে ডিটেইলস আলোচনা দেখলাম। হুমমম। বাংলাদেশের সংবিধান অনুসারে পতিতাবৃত্তি বৈধ। দুঃখিত। এখন সংবিধানবিরোধী হওয়া ছাড়া আমার আর কোন অপশান নাই।

******************** আমাদের কলেজের স্যারের কাছে শুনছি। সেক্স ওয়ার্কেরদের মানবাধিকার নিয়ে আয়োজিত এক সেমিনারে সকল কলেজের প্রভাষকগণ উপস্থিত ছিলেন। সেখানে বক্তারা বলল, দেখুন এরাও আমাদের মতই মানুষ। এদেরকে ঘৃণা নাকরে সহানুভূতির দৃষ্টিতে দেখুন। স্যার দাঁড়িয়ে বলছিলেন, আপনারা যে টাকা দিয়ে সেমিনার করছেন।

আমাদের ব্যাগ ,খাতা কলম দিচ্ছেন, টিএ ডিএ দিচ্ছেন সেই টাকা দিয়ে এদের পুনর্বাসন করেন। আমরা হেল্প করি। কিন্তু যা খারাপ সেটাকে তো ঘৃণা করবই। তারা উত্তর দেয় নাই এই কথার। আসলে কোন গোষ্ঠী যে কী এজেন্ডা নিয়ে কাজ করতেছে বোঝা কঠিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.