আমাদের কথা খুঁজে নিন

   

জাকাত নিতে গিয়ে ময়মনসিংহ ও পটুয়াখালীতে প্রাণ হারালো 9 জন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ময়মনসিংহের মুক্তাগাছার আটআনী বাজারে নবাব বিড়ি ফ্যাক্টরিতে এবং পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির বাসায় গতকাল সকালে জাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে ও পদদলিত হয়ে 9 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 8 জনই মহিলা। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। জাকাতের কাপড় দেয়ার খবরে ভোর থেকেই মুক্তাগাছার নবাব বিড়ি ফ্যাক্টরির সামনে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে।

কিছুক্ষণ পড়ে পদদলিত হয়ে 5 মহিলাসহ 6 জন মারা যান। মৃতু্যর খবর শুনে চারদিক থেকে নিহতদের স্বজনরা ছুটে আসে। এ সময় তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। মুক্তাগাছার ঘটনায় আহত 15 জনের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে পটুয়াখালীর বিএনপি নেতা আবদুর রশিদ চুন্নু মিয়া তার বাসভবনে যাকাতের কাপড় দেয়ার ঘোষণা দেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল যাকাতের কাপড় নিতে শহর ও শহরতলির কয়েকশ নারী-পুরুষ সকাল থেকে তার চড়পাড়ার বাসভবনের সামনে ভিড় করে। এ সময় বাসার গেইট বন্ধ থাকায় ভিড়ের চাপে 3 মহিলা মারা যান। আহত 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুন্নু মিয়ার ছেলে মনিরুজ্জামান জানান, সকালে গেইট খোলার আগেই লোকজন ভিড় করায় এ ঘটনা ঘটেছে।

দুটি নির্মম ঘটনায় পটুয়াখালীতে যারা প্রাণ হারালেন তারা হলেন_ নুরজাহান বেগম (70), আবেদা (50) ও শাহিনুর (45)। ময়মনসিংহে মারা গেছেন_ ফজিলা খাতুন (25), হাজেরা খাতুন (60), খালেদা বেগম (36), রহিমা খাতুন (27), রহিম উদ্দিন (45) এবং নূরজাহান (60)। **পত্রিকা***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.