পরিবর্তনই চির সত্য-পরিবর্তনই মূলসূত্র
বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে আমি
কেমন যেন দৃষ্টিখানি
বসলাম আমরা মসজিদের এক
মিম্বারেরই পাশে
শুরু হল আলোচনা
হিসাব-নিকাশ কষে।
বন্ধু আমার জানতে চাইল
কত হবে জাকাত
জাকাতই আমার আসল
আখিরাতের আবাদ।
ফেকা স্পেশালিষ্ট বললেন হেসে
কত আছে বছর শেষে
সব খরচের পর?
বন্ধু জানায় নিচু স্বরে
সব কিছু কেনার পরে
হাজার কোটি টাকা আছে
কত দেব তার থেকে
বলুন এই বছর।
জবাব দিলেন তিনি
নিয়ম অনুসারে
আড়াই পারসেন্ট হারে
পঁচিশ কোটি টাকা
জাকাত হতে পারে।
বন্ধুর মুখ মেঘলা হল
একি বলছেন হুজুর!
হয়ে যাব ফতুর
ইনকাম আমার হালাল
নেই কোনও চতুর
ফতুয়া একটা বাতলে দিন
নইলে হয়ে যাব বিলীন।
ফেকা স্পেশালিষ্ট একটু হাসলেন
নরম সুরে ফতুয়া দিলেন
ঋণ-কর্য থাকে যার
সম্পদের চেয়ে বেশি
জাকাত বিধান নেইকো তার
এবার হবেন খুশি
যদি আপনি পারেন
ব্যাংক থেকে ঋণ নিন
ঋণ নেবেন অবশ্যি
হাজার কোটির একটু বেশি
জাকাত আপনার হবে মাফ
থাকবেন কিন্তু পাক সাফ
রমজান মাস শেষ যখন
ঋণ ফেরত দেবেন তখন।
বন্ধুর মুখে হাসি ফুটল
হাত যখন মেলাচ্ছিল
মোটা একতা খাম ছিল
হাদিয়াটা মন্দ নয়
হিসাব-নিকাশ এমনই হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।