পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পাহাড়ের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে এ অবরোধ পালিত হয়।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্রগ্রাম-ফেনীর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে অবরোধকারীরা শহরের শাপলা চত্বর, চেঙ্গি স্কোয়ার, কোটবিল্ডিং এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।
সকালে পিকেটিং চলাকালে পুলিশ শাপলা চত্বর থেকে বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য মাসুদ রানাকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।