আমাদের কথা খুঁজে নিন

   

জাকাত প্রদান করলে মানসম্পন্ন টাই করূন; মন থেকে করূন

আমি কোন লেখিকা নই। সুতরাং এখানে এসে আপনার মূল্যবান সময় অপচয়ে আমি দায়ী নই। শিল্প সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-মানুষ-প্রকৃতি পরিবেশ-পরিস্থিতি কাল সবই আমার জীবনের মহৎ অংশ।

অনেক দিন পর গতকাল ধানমন্ডি হকার্স মার্কেটে ঢুঁ মারলাম। উদ্দেশ্য কিছু শাড়ি লুঙ্গী ক্রয় করা।

যা আমাদের গ্রামের বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য দিব বলে ঠিক করেছি। যাদের উদ্দেশ্যে কিনব বলে লিস্ট করেছি তারা অপেক্ষা কৃত নিম্ন আয়ের আমাদেরই আত্মীয় -স্বজন, পাড়া -প্রতিবেশী। তারা খুবই সহজ সরল এবং অসম্ভব অতিথিপরায়ন। যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দোকানিকে আমার চাহিদা বলা মাত্র "জাকাতের কাপড়" স্টিকার লাগানো সারি থেকে কাপড়ের স্যাম্পল দেখাতে লাগলেন।

এ রকম কাপড় কেনার অভিজ্ঞতা আমার আগে ছিল না। প্রতিবার আম্মাই এসব সামলান। আমি আবার নিজের কাপড়ই কিনি চৌদ্দ দোকান ঘুরে। তার উপর এতগুলো কাপড় কেনার দায়িত্ব চাপিয়ে দিয়েছে না...........আম্মা আমাকে। আমি নাকি কালার চয়েজে পটু(আসলে ছাই) ! আম্মার ফরমায়েশে মনে মনে রাগলেও সানন্দে রাজি হয়েছি সাথে আমার নিজের কিছু শপিং করব বলে।

সে যাই হোক "জাকাতের কাপড়" দেখে আমার বুঝতে অসুবিধে হল না যে ইহা খুবই নিম্নমানের। তখন গ্রামের ঐ স্বজনদের চেহারা মনের পর্দায় হাজির হল। এ আমি কি করছি! ওদের সাথে প্রতারণা করাটা কি ঠিক হচ্ছে! কেনা কাটা না করে বাসায় চলে এলাম। আসার সময় মার্কেটের প্রায় প্রতিটি দোকানে "জাকাতের কাপড়" লেখা দেখে খুব এবং খুবই খারাপ লাগছিল। কারন কাড়গুলো খুবই নিম্নমানের।

জাকাত প্রদানকারী ব্যক্তিগণ প্রতিবছরই গরিব-দুঃখীদের মধ্যে জাকাতের কাপড় বিতরণ করেন। কিন্তুদুঃখের বিষয়, যে সমস্ত কাপড় দেওয়া হয় তা মানসম্মত নয়। খুব অল্প মূল্যের নিম্নমানের কাপড় দেওয়া হয়। অনেক সময় এ কাপড় পরে আব্রূ রক্ষা করা সম্ভব হয় না। অনেকে ভাবেন যে, অল্প মূল্যের কাপড় বেশি লোককে দেওয়া যায়।

কিন্তু বেশি লোককে দিতে গিয়ে কারো কোনো উপকারই হয় না। কাপড়ের দোকানগুলোতে 'জাকাতের কাপড়' নামে এক প্রকার নিম্নমানের কাপড় বিক্রি হয়। 'জাকাতের কাপড়' নামের এ নিম্নমানের কাপড় উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত। গরিবদের অপমান করার অধিকার কারো নেই। তাই বিনীত অনুরোধ, যারাই গরিবদের কাপড় দান করবেন তারা যেন মানসম্মত কাপড় দান করেন।

লোক দেখানো দানে মনে শান্তি মিলে না কখনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.