হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
ঢাকা শহরের বাসে ইফতারি করা মোটেই সুখকর মনে হয় না আমার কাছে। বেশ কয়েকবার বাসে ইফতারি করার দর্ুভাগ্য আমার হয়েছে। সর্বশেষ করেছি গতকাল।
ইফতারি মানে পানি কিনে খাওয়া। সারা রাস্তা জুড়ে জ্যাম থাকার সুবাদে যে কোন সময় যে কোন জায়গায় পানি কিনতে পাওয়া যায়। যাত্রীদের এই সুব্যবস্থার দায়িত্ব নিয়েছে বিভিন্ন বয়সের ফেরিওয়ালারা।
ঢাকার রাস্তা ঘাটের যেই অবস্থা বাসে উঠার পর বুঝা যায় না ইফতারি কি বাসায় করতে পারবো না রাস্তায় করবো ? প্রতিটা জ্যাম বা সিগনালে বাস থামলে একবার মনে হয় আজ বুঝি বাসায় আর ইফতারি করা যাবে না আবার মনে হয় এখনো 30 মিনিট বাকি আছে বাসায় যাওয়া যাবে। রমজান মাসের এই নিত্য টানাটানির মাঝে কখনো ইফতারি করি বাসে, কখনো অফিসে আবার কখনো 8/10 মিনিট পর বাসায় পৌছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।