আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
লোকটার নাম ক্লেরিহিউ। পুরো নাম এডমান্ট ক্লেরিহিউ বেন্টলি। লন্ডনে তার জন্ম। আইনে পড়লেও পেশা ছিলো তার সাংবাদিকতা। 1890 সালে তার বয়স 16 বছর।
তিনি লিখলেন আজব এক ঢংয়ের কবিতা। স্বভাব বিবেচনায় যাকে কবিতা না বলে ছড়া বললেই ভালো লাগে। তো সেই বিশেষ ঢংয়ের ছড়া মূলত কারো জীবনকথা সংক্রান্ত হালকাচালের ছড়া। যাতে লাইন থাকবে মাত্র 4টি। প্রথম লাইনে থাকবে যার জীবন নিয়ে ছড়াটা লেখা হচ্ছে তার নাম।
অন্যলাইনগুলোতে থাকবে সেই ব্যক্তির জীবনের কিছু অংশের বর্ণনা। লাইনগুলোতে দৈর্ঘ্য ও মাত্রার অমিল থাকতে পারে। তবে মিল থাকবে জোড়ায় জোড়ায়। তার নামের প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এ ছড়ার নাম হয়েছে ক্লেরিহিউ। OXford Advanced Learners Dictionary-তে ক্লেরিহিউ এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে Cleri-hew is short comic poem, unuconsisting of two rhyming couplets with lines of varying length. বাংলাভাষায় অন্নদাশঙ্কর রায়ই সর্বপ্রথম ক্লেরিহিউ চর্চা শুরু করেন।
তারপর থেকে অনেকেই শুরুকরেছেন লেখা। চলছে অনেক গবেষণাও। ক্লেরিহিউ-এর কয়েকটি উদাহরণ:
ঠাকুর বাড়ির রবি
জগৎখ্যাত কবি।
ছিলো কতো জমিজমা তার
সাহিত্যেরও তিনি জমিদার।
(মুহাম্মদ নিযামুদ্দীন)
বাংলার সন্তান নেসার আলী তিতুমীর
জীবনে সংগ্রামে নয় সে তো ভীতু বীর।
রক্তের দামে সে কিনে নিলো দেশকে
আলতায় রাঙালো গতরের বেশ কে।
(আরিফ বখতিয়ার)
শেখ মুজিবুর রহমান
করেছিলেন আহবান,
ভাইরা আমার এসো
দেশকে ভালোবাসো।
(জুবাইদা গুলশান আরা ফেনসী)
আইনুদ্দিন একজন পুলিশ ট্রাফিক
তার ডিউটির পুরোটাই কি ঠিক?
না ফিরে ঠিক পিছু
বাম হাতে নেন কিছু।
(উৎপল কান্তি বড়ুয়া)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।