আমার ছড়া যায় না পড়া
হয় না কড়া মিষ্টি
ছড়ার নামে শব্দ গেঁথে
বানাই শুধু লিস্টি ।
ঝড় উঠে না আমার ছড়ায়
ভাব লাগে না পড়ে
শব্দগুলো মুখের ভেতর
শুধু নড়ে চড়ে ।
কেউ বলে না লাগছে ভালো
দারুণ ছড়া সৃষ্টি
তানসেনের সুর শুনে আকাশ
যেমন দিত বৃষ্টি ।
লেখার সময় ভাবি আমি
লিখবো ছড়া পদ্য
মনের ভূতে বাধ্য করে
লিখে ফেলি গদ্য ।
চাই লিখিতে প্রজাপতি
ছোট্ট শালিক ছানা
চু মন্তর চু ধমক দিয়ে
লিখতে করে মানা ।
কী বোর্ডে হাত রেখে ভাবি
লিখবো এবার ছড়া
লেখার শেষে পড়ে দেখি
এ যে ছড়ার বড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।