আমাদের কথা খুঁজে নিন

   

ভুলতে বসা ছড়ার দল ............

কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া কোনো রাজকন্যা.... বাদলা দিনে মনেপড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান......... আজ বিকেলে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো ছেলে বেলার কথা । কি সব অদ্ভুত সুন্দর দিন ছিল। জীবনটা ছিল অনেক সরল তাই হয়তো চারপাশটা এতো সুন্দর মনে হতো,সেজন্যেই হয়তোবা সেই দিন গুলোর কথা মনে পড়লে এথনও মনটা ভাল হয়ে যায় । তখন দিনগুলো শুরু হতো খুব ভোরে সুর্যের সোনালী আলোয়,সারাটা দিন কাটতো প্রচন্ড দুরন্তপনায় ,আর রাত গুলো যেন ছিল রুপায় মোড়া । সরল সে জীবনে ফুল হয়ে ফুটে ছিল সরল অথচ অসাধার কিছু ছড়া কবিতা আর রুপকথা।

তাই হয়ত বৃষ্টি দেখলে আজও আনমনে বলে উঠি আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে....... মনে পড়ে স্কুলে যাবার সময় বৃষ্টি নামলে এক নাগারে ছড়াটা আওড়াতাম যাতে স্কুলে যেতে না হয় এবং বিশ্বাস করতাম সত্যি সত্যি বৃষ্টি আরও জোরে আসবে । জানি না এখনকার ছেলে মেয়েরা বৃষ্টি থামানোর জন্য এই ছড়াটা পড়ে কি না । লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা। বৃষ্টি শেষে যখন রংধনু উঠত অদ্ভুত এক আলোয় ভরে যেত চারপাশ তথন পড়তাম রোদ হয় ,বৃষ্টি হয় খ্যকশিয়ালীর বিয়ে হয়.... বৃষ্টির দিনে আর একটা ছড়ার কথা ভীষন মনে পড়ে..... বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। এক কন্যা রাধেন বাড়েন এক কন্যায় খান, আরেক কন্যা না খেয়ে বাপের বাড়ি যান।

হুম বৃষ্টিময় ছেলেবেলা.....। বৃষ্টির ছড়া ছাড়াও আরও অনেক ছড়া আছে যা আজও আছে মনের এক কোনে ছোট্ট এক টুকরো ভাললাগা হয়ে- (১) বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বৌ সাজবে কালকি চড়বে সোনার পালকী (২) দোল দোল দুলোনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে এখনি নিয়ে যাবে তখনি। (৩) ছেলে ঘুমালো পাতা জুড়ালো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে? (৪) আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাঁটলে মুড়ো দিব, ধান ভাংলে কুড়ো দিব, কালো গরুর দুধ দিব, দুধ খাবার বাটি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। (৫) ঘুম পাড়ানি মাসি-পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই খোকার চোখে বসো।

বাটা ভরে পান দিবো গাল ভরে খেয়ো, খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেয়ো। (৬) আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া........। সব শেষে খুব প্রিয় একটা গানের প্রিয় দুটি লাইন.... "ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মত বড় হয়ে যায় জানি না ক'জন এই আমার মত মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়......" আজ আর না। আবার যেদিন ছেলেবেলা ভর করবে সেদিন আরও কিছু প্রায় ভুলে যেতে বসা ছড়া কবিতা শেয়ার করব এবং তা অবশ্যই ছেলেবেলার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।