ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
বাঙালি আমোদ প্রিয়। কৌতুক প্রিয়ও বটে। বিয়ের আসর কিংবা গল্পের আসরে তারা কৌতুক, ধাঁধায় মাতিয়ে তোলে। জমজমাট আসরে হাসে, লুটোপুটি ও গড়াগড়ি খায়। লোকজ ছড়ায় ধাঁধা একটি মজার জিনিস। ধাঁধাকে অঞ্চলভেদে সীমাসা বা শিলুক-ও বলা হয়।
১.
জংলাত থন আইছে ভুইত্যা
পাত দিছে মুইত্যা...লেবু
২.
কইরা উপুর ধইরা চিৎ
ভিতরে গেলে মন পিরীত...ভাত
৩.
এতগড় টান দিলে বেতগড় নড়ে
কুক্কার ডিম ভাইস্যা ভাইস্যা ফিরে...বৃষ্টি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।