আমাদের কথা খুঁজে নিন

   

পেটেন্ট অভিযোগের মুখে অ্যাপল

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে অ্যাপলের কিছু পণ্যের বিক্রি নিষিদ্ধ করার দাবি এসেছে। যুক্তরাষ্ট্রের দৈনিক বস্টন হেরাল্ডের বরাত দিয়ে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বোস্টন ইউনিভার্সিটি অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতের দারস্থ হয়েছে।
অভিযোগে বিশ্ববিদ্যালয়টি অ্যাপলের পণ্যে তাদের পেটেন্ট করা সেমিকন্ডাক্টর ব্যবহারের অভিযোগ উত্থাপন করেছে।
ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট আদালতে বিশ্ববিদ্যালয়টির মামলা প্রতিষ্ঠানের অভিযোগ অনুসারে, অ্যাপলের আইফোন ৫, আইপ্যাড এবং ম্যাকবুক এয়ার পণ্যে পেটেন্ট লঙ্ঘন হয়েছে। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অধ্যাপক ড. মোসতাকাস কর্তৃক মূল পেটেন্ট করা আছে।
পেটেন্ট লঙ্ঘনের দায়ে বিশ্ববিদ্যালয়টি অ্যাপলের সেসব পণ্য বিক্রি নিষিদ্ধ করার আবেদন করেছে। অবশ্য গত বছর অ্যামাজন এবং স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের দায়ে মামলা করেছিল বিশ্ববিদ্যালয়টি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.