...আমার নিজের কথা....
তখন ক্লাস সেভেনে পড়ি একটা মানচিত্রের বই কিনেছিলাম। মানচিত্রের বইটি ঘাটতে ঘাটতে হটাৎ মনের মধ্যে বাড়ি পালানোর সাধ জাগল। পড়ালেখা, স্কুলে যাওয়া কেমন জানি অর্থহীন মনে হতে লাগল। এর চাইতে দেশে দেশে ঘুরব সেটা অনেক মজার। দেশ ঘুরতে গেলেতো টাকা লাগবে।
টাকা কোথায় পাব??? মাথায় বুদ্ধি এল, কোথাও গিয়ে দোকানে, হোটেলে বা গাড়ীর ওয়ার্কশপে কাজ করব বেতন যা পাব তা দিয়ে ঘুরব। প্রথম টার্গেট সিলেটের তামাবিল দিয়ে ইন্ডিয়া চলে যাব। আচ্ছা, আমিতো হিন্দি জানিনা তাহলে ইন্ডিয়ার লোকজন বুঝে যাবে আমি অন্য দেশের। একটা কাজ করা যায় বোবার অভিনয় করব। তাহলে আর বুঝতে পারবেনা আমি কোন দেশের।
আমি বাড়ি থেকে পালালে বাবা-মা তো আমার খোঁজ করবে, আমাকে না পেলে পত্রিকায় আমার ছবি সহ নিখোঁজ সংবাদ ছাপাবে। তাহলে প্রথমে আমার সব ছবি নষ্ট করি। যেই ভাবা সেই কাজ, বাড়ির সবার অগোচরে ফটো এলবামগুলো নিলাম খুঁজে খুঁজে আমার সব ছবি নিয়ে ছিড়ে কুটি কুটি করে বাথরুমের কমোডে ফেলে দিলাম। যাক, পত্রিকায় খবর ছাপালে ও আমার ছবি দিতে পারবেনা। বাড়ি পালিয়ে যাব, প্রাথমিকভাবে কিছু টাকা দরকার।
মাটির ব্যাংকটা ভাংলাম। 200 টাকার ওপরে আছে আপাতত এতেই চলবে। এবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালানো। ....................................................................শেষ পর্যন্ত আমার আর বাড়ি পালানো হয়নি। কোথায় জানি পড়েছিলাম এই বয়সে এই ধরনের খেয়াল চাপে।
আচ্ছা, আপনাদের কারো কি এই ধরনের খেয়াল চেপেছিল??????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।