আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী ওয়েবসাইটের করুণ দশা

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

সরকারী ওয়েবসাইটে মাঝে মাঝে যেতে হতে পারে। সাথে ন্যাপকিন রাখবেন, নাহলে বমি যেখানে সেখানে পড়ে ঘর নষ্ট হবে। স্বচ্ছতা আর জবাবদিহিতা কপচানোর জন্য এখন অনেক দপ্তরই ওয়েবসাইট খুলেছে। কিন্তু ঐ ওয়েবসাইট কার্যকরী কি না সেটা বোধহয় সংশ্লিষ্ট কর্তারা একদিন মাউজ টিপেও দেখেন নাই। আজকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ওয়েবসাইট খুলে ঘাবড়ে গেছি।

দেখতে ভালোই একটা সাইট তৈরি হয়েছে। গুরুগম্ভীর কথাবাতর্াও আছে সেখানে, কিন্তু কোন লিংক কাজ করে না। আমার আপত্তি একটাই। এটা তো সলিমুদ্দি কলিমুদ্দির জিনিস না। চরম গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইট।

কর্তারা যদি সে ইচ্ছাই পোষণ করবেন, যে গুরুত্বপূর্ণ তথ্য, আইন, পরিসংখ্যান ইত্যাদির প্রতি জনসাধারণের সুযোগ অনলাইনে রাখবেন, তাহলে সেটাকে ফাংশনাল করতে হবে। নাহলে এই ফাজলামোর কোন মানে হয় না। এর দায়িত্বে যে কোন অর্বাচীন ছিলো জানি না। আপনারাও একটু দেখেন [link|http://www.berc.org.bd/|GLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.