সযতনে খেয়ালী!
না না না এ আগুনের পরশমনি নয়, নয় কোন প্রেস রিলীজ কিংবা কনফারেন্স। টিভি ক্যামেরার লাল লাইটের সামনে দাঁড়ানো ভ্যবলামুখী কোন ক্যাবলাকান্তের সাক্ষাৎকারও নয় এটা। তাইলে কী, সুধীজন মাত্রই জানার আগ্রহ প্রকাশ করবেন। খাড়ান তাইলে একটু ঝাইরা কাশি।
আহেম... খক খক খক.... ইয়াক ফুচুৎ....
এইডা হইলো স্বনামখ্যাত বায়ুদুষন কারী, ব্রন্মচারী, নীরবে চরণকারী, প্রগতির তৈরী জনাবে মওলা [গাঢ়]হাইগ্যানী হাবা ব্যবিলন জন (Haba Babilon John) [/গাঢ়] ওরফে হাবাজন-এর লগে মহা গুরুত্বপূর্ণ কথোপকথন।
অহন কেউ যদি এই কথোপকথনে সেন্টু খান তাইলে আমার কিছু করার নাই। ইটস জাস্ট ফান, নট টু হার্ট এনিওয়ান। তারপরেও কেউ বিলা হইলে সোজা গিয়া বৃদ্ধাঙুল দুইটার একটা মুখে আরেকটা পিছনে দিয়া বইস্যা থাকেন, আর ইট্টু পরপর আঙুলের অবস্থান এক্সচেঞ্জ করেন।
ব্যাঙ যেইরকম নিদ্্রা দেয়, উত্তর মেরুতে অইরমের নিদ্্রা দিয়া উইঠ্যা উইঠ্যা সেলডম ঘেউ ঘেউ কইর্যা একেকটা মতবাদ মাইর্যা দেয়া তেনার স্বভাবে-আল-খাইছলত। বহুৎ কষ্ট কইর্যা, মহা দেন-দরবার কইর্যা, বলিউডের মিউজিক ডিরেক্টর ইসমাইল দরবার ছাহেবরে কয়েক গ্যালন ভেজাল খাঁটি হউরার ত্যাল মাইর্যা তবে হাইগ্যানী হাবা ব্যবিলন জন ছাহেবের কন্টাক্ট নাম্বার পাওয়া গ্যাছে।
স্যাটেলাইট মারফত যেইখানে তেনার লগে সংযোগ ইস্থাপন করা হইছে, তাহা অতীব পার্সোনাল জায়গা। প্রতি তিন মাসে দুইবার তিনি উক্ত জায়গা ভ্রমন করিয়া থাকেন। এমন মহতি সুযোগ আর পাইবেন না পাবলিক, মহাগুনী মহাজন... হাইগ্যানী হাবা ব্যবিলন জন - যে উত্তর দিবেন তাহা আমি আফনেগো জানাইয়া দিবানে!
আমার লগে তেনার একটা বিখাউজ আলাপন নিম্নে বর্ণিত করলামbr />
প্রশ্ন : আস্ সালামু আলাইকুম হাইজ্ঞানী হাবা ব্যবিলন জন। কেমন আছেন তা জাইন্যা আমার লাভ নাই। আগে কন, আপনের নামের গোঁপন রহস্য কী?
হ. ব্য. জ. : ওয়ালাইকুম আস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতু! নামের রহস্য বয়ান করার আগে বলে নেই, আপনার ভাষা পুঁথিগত না, প্রথমত আমি সেন্টু খেলাম।
কিন্ত আপনি যেহেতু আমাকে স্যাটেলাইটে পার্সোনাল জায়গায় রীচ করেছেন, তাই আমি কথোপকথনে অংশ নেব। তবে কেউ আমার মতের বাইরে কিছু বল্লেই আমি অভিমান করবো। তখন আমার সন্তানসম এই টেলিফোনটার মতোই আরেকটা ডামী সেট জায়গা মতো ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিব... তারপর....
প্রশ্ন : .... কথা বেশি কওয়াডা কি আপনের স্বভাব? আগে উত্তর দ্যান হেরপর আজাইর্যা প্যাচাল পাইরেণ।
হ. ব্য. জ. : আপনি কিন্ত আমার স্বাধীনতায় বাম হাতের কনিষ্ঠ অঙুলি প্রবিষ্ট করাচ্ছেন।
যাহোক, আমার নামের বানান আপনি ঠিক করে করেণ নি।
হাইজ্ঞানী না ওটা হবে হাইগ্যানি। কারণ প্রতি তিন মাসে দুইবার আমি পার্সোনাল ঘর ভিজিট করি বলে এই উপাধীটা নিয়েছি।
এবার আসেন আমার নামের অংশে- ভাঙলে তিনটা জিনিষ পাবেন এর মধ্যে। মাঝের অংশটার ব্যাপ্তি অনেক, সেটাই আগে বলি।
ব্যবিলন বলতে যদি বুঝে থাকেন আমি ব্যবিলনের শুন্যোদ্যানের অধিবাসী, তাহলে বলবো মুড়ি খান।
লন মানে খোলা জায়গায় বঁ্যা বঁ্যা করতাম বলে নামটা হয়ে গেলো "বঁ্যাবঁ্যা লন"। পরে সুযোগ মতো আমি ওটাকে প্রাকৃত করে "ব্যবিলন" করে নিয়েছি।
আর "হাবা" এবং "জন" আমার আসল নামের যথাক্রমে প্রথম ও দ্্বিতীয় অংশ....
আমি : হালার পাবলিক, মাইক পাইলে আর থামবার চায় না। আফনেরে কেডা কইছে নামের ব্যুৎপত্তি বিশ্লেষন করতে! যত্তোসব, ফাও ক্যাচাল...।
অহন কিছু কন দেখি, আপনের অধুনা গবেষনালব্ধ, অবলুপ্ত উর্বর মস্তিষ্কের তাফালিং নিয়া।
তয় হুনেন মিয়া সার-সংক্ষেপে বকবকাইবেন। আর মাঝখানে ফাল দিয়া উইঠেন না, কথা বন্ধ কইর্যা দিমু কইয়্যা...।
হ. ব্য. জ. : দুষ্ট প্রশ্নকর্তা শিষ্ট হ... অহন টাইম নাই। বিশাল একটা চালান আইতাছে মনে হয়। আগে ঐটা খালাস করি, হেরপর কতা অইবো নে..... হুমমমমমম বা.....
আমি: আবে হালায়, আপনের জবান ও দেহি সফেদ না...।
ভাবখান তো দেহি লন ঠিকই সফেদ জবানীর।
হ. ব্য. জ. : হ, ঠিক। আমি প্রগতির তৈরী, নীরবে চারণ করি। সফেদ জবানের ভাবটা না লইলে নামডা ঠিক ফাটে না...। যাইহোক, চালান দোরগোড়ায়.... বি. আর. বি...
আমাগের কথোপকথন শেষ হয়নাই কইলাম বুইঝেন।
চালান টা খাল্লাস করলেই পরের কিস্তি লইয়া হাজির হমু হাইগ্যানী হাবা ব্যবিলন জন-এর লগে কথোপকথনে। আপনেরাও কথা রেডি করেণ, বইয়্যা রইছেন ক্যালা?
তো লন পাবলিক, শুরু করেণ আপনেগো যার যা কোয়েশ্চন আছে....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।