আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক ও সময়োপযোগী ছবি

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

প্রথম দেখলাম সমকালের শেষ পাতায়। কিন্তু ইন্টারনেট সংস্করনে ছবিও নাই, নিউজও নাই। সেখান থেকে চেষ্টা করলাম যায়যায়দিনে। ওটা তো একটা আজব জিনিস। ইন্টারনেটে গতকালের পত্রিকা।

এরপর সামহোয়ারে এসে দেখি হাবিব মহাজন ছবিটা দিয়ে আগেই দান মেরেছে। থ্যাঙ্কু হাবিব ভাই। এর আগে কে যেনো একটা ছবি পোস্ট করছিলো গোলাম আযম কুত্তাটারে বায়তুল মোকাররমের সামনে জুতা দিয়া পিটাইতাছে তার ছবি। আজ পত্রিকাগুলোতে এ ছবি দেখে নিশ্চয়ই সচেতন-ধর্মপ্রান-গনতান্ত্রিক সহ সব ধরনের মানুষ উৎসাহিত হবে। আবারো প্রমানিত হলো ক্যাম্পাসের পবিত্র মাটি কোন অপরাধীকে মেনে নিতে পারেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.