আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষ জানুক -সেও ভোগের বস্তু।

আমিই তোমার একমাত্র নিশ্চিত পরিচয়

ভেল্কিবাজী অলীক প্রেম আর অন্ধভক্তির মিথ্যে বন্ধনের নামে নারী শোষনের ছলাকলাকে চিনে নেবার সময় এসেছে। পরিবার যখন নারীর বন্দীশিবির, নির্দয় নির্যাতনের গনগনে তাপ আড়াল করে রাখে প্রসাধনের উজ্জ্বল মেঘ, নারী তখন নিজেই নিজের শত্রু - পেলবতায় মাখোমাখো নারী নিজেই নিজের শেকলএ বন্দী। এ শেকলের ঝনঝনানি ঘুঙুরের শব্দে আড়াল করতে সামিল হয়েছে পুরুষতান্ত্রিক শেয়ালমুখো কবি, সাহিত্যিক আর তার অধঃপতিত নারীর দল। তারা ভীতি আর ক্রোধকে চিহ্নিত করতে ভুলে গেছে - পুরুষতান্ত্রিকতার যাবতীয় দুষ্কর্মের দোসর হিসেবে আবিভর্ূত হয়েছে। কোন প্রেমের গান আর আত্মপরিচয়ী নারীর কন্ঠে শোভা পায় না, সেই যুগের অবসান হয়েছে আরো আগেই।

এখন এই পুতুপুতু নারীদের সমস্ত লেবাস খুলে নিজের সন্মান আর গরিমার সন্ধানে যাত্রা করতে হবে নতুবা এই ভালোবাসার জটপাকানো মোহ থেকে তাদের আর পরিত্রান নেই। সমস্ত স্বাভাবিকতা যা তারা চিরটাকাল জেনে এসেছে এটা আসলে একটা স্নায়বিক রোগ। আর যারা মধ্যপন্থা আর শান্তির কথা বলেন তারা আগে জবাব দিন শান্তির এই নৈরাজ্য থেকে কিভাবে মুক্তি আসবে? তার আর উপায় নেই- নারী যেমন ভোগের বস্তু পুরুষও নারীর বোগের বস্তু- বেশ্যালয় যেমন মা বোন পরিবারের রক্ষকবচ (লিকি) তেমনি চাই পুরুষ বেশ্যালয় যা তার পুরুষের সতীত্বকে রক্ষা করবে। একথা শুনলে সবার চোখ টাটাচ্ছে কিন্তু যা ঘটছে তা মেনে নিতে কারো গা চুলকায় না। ভদ্রলোক সাজার জন্য আপনার মিউমিউ উচ্চারন আমরা অনেক শুনেছি - আর না।

আমাদের খুজে নিতে হবে আমাদেরই পথ। যেদিন নারী ওপুরুষের মর্যাদায়, ক্ষমতায় সমস্ত অর্থে সমতা আসবে সেদিন আমাদের সামনে শান্তির বাণী নিয়ে আসবেন, বাদীকে শান্ত হতে বলে, বাদীকে নিজের সমান মর্যাদা দেবার কথা বলে নিজেকে আর খাটো করবেন কেন? এর চেয়ে দ্রোহীর সামনে দাড়ানো আপনার জন্য অনেক সন্মানজনক। সময় ফুরিয়ে এসেছে - এবার সময় মুখোমুখি হবার। আর এ জন্য প্রয়োজন সবার আগে নিজেকে চিনে নেবার। নিজের কামনা বাসনা কে প্রকাশ করুন অসংকোচে - পুরুষ জানুক -সেও ভোগের বস্তু।

এরপর না হয় পুরুষের সাথে আলোচনায় বসা যাবে ভোগবাদিতা বিষয়ক আলোচনায়। সেদিন আপনি সুস্বাগতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.