আমাদের কথা খুঁজে নিন

   

হিটলার: ব্রান্ড বিতর্ক

টুকিটাকি ভাবনাগুলো

বোম্বের একটি নতুন রেস্টুরেন্ট বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে ঠাই করে নিয়েছে । "হিটলারস ক্রস" নামের এই রেস্তোরার মালিক পুনিত ও সতিশ সাবলোক বলেছেন আমরা হিটলারকে সাপোর্ট করিনা কিন্তু আমরা অন্যদের থেকে একটু আলাদা হতে চাই (Lei)। কিন্তু ভারতের ইহুদি কমিউনিটি এর প্রতিবাদ শুরু করে। এই সংবাদ বিশ্বে ছড়িয়ে পরলে ইজরাইল ও জার্মানীতে এর উপর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইসরাইল এই রেস্টুরেন্টের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেয় (Lei)।

অবশেষে মালিক ভ্রাতৃদ্্বয় রেস্টুরেন্টের নাম পরিবর্তন করতে বাধ্য হয় (Lei)। ব্যাপারটা কিসের সাথে যেন মিলে যাচ্ছে না? ড্যানিস কার্টুনের বিরুদ্ধে মুসলমানদের প্রতিক্রিয়াকেও তখন হেয় করা হয়েছিল এই বলে যে "ফ্রিডম অফ স্পিচের সীমা থাকা উচিৎ নয়"; "এটা দেখা উচিৎ নয় যে বক্তব্য অন্য কোন সম্প্রদায়কে আঘাত করে কিনা" । এই রেস্টুরেন্ট মালিকরা তো কাউকে খেতে বাধ্য করেনি । তাহলে ওই যুক্তি অনুযায়ী তারা হিটলারের নাম ব্যবহার করলে অসুবিধা কি? কিন্তু এখন সবাই এই নামকরনের বিপক্ষে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচের মধ্যেও সেনসিটিভিটির একটি ব্যাপার থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।