আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের পরশমনিতে দেবরা - সামহোয়ারইনের প্রথম ব্লগার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আগুনের পরশমনিতে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে দেবরাকে, সামহোয়ারইনের প্রথম বাংলা ব্লগার হিসাবে যার নাম উচ্চারিত হয়ে থাকে। বাংলা ব্লগের কোন ইতিহাস রচিত হলে নিঃসন্দেহে তার নামটি সেখানে অংকিত থাকবে। সূচনাকাল থেকে 9 মাস অতিক্রান্তহয়েছে। এর মধ্যে কি কি পরিবর্তন হয়েছে লেখা ও বিষয়ে তার একজন নিয়মিত দর্শক হয়ে আছেন তিনি। নতুন লিখছেন না অনেকদিনই।

আমরা জানার চেষ্টা করবো ব্লগ নিয়ে তার অনুভূতি ভবিষ্যত ভাবনার কথা। নিঃসন্দেহে এ সুযোগে নতুন ব্লগাররাও জানতে পারবেন সূচনাকালের ইতিহাস। 2005 সালের 15ই ডিসেম্বর । প্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল - ইমরান ব্লগ শ্রষ্টা।

লেখা ছিল - ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভ কামনা। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে 17ই জুলাই। সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে! আপনার মন্তব্য করুন। দেবরা সময় সুযোগ মত উত্তর দেবেন।

19 তারিখ তিনি বেশীক্ষণ সময় দেয়ার চেষ্টা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।