আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ি শহর থিম্পু

দরজাও বন্ধ নয়

গরমে প্রবল বৃষ্টিপাত এবং শীতে প্রচন্ড ঠান্ডা বাতাসের প্রকোপ থেকে বাঁচতে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যাওয়াই ভালো। সুতরাং ভুটানে যেতে চাইলে এখনই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। পুরো ভুটান দেশটাই ছবির মতো সুন্দর করে সাজানো। আধুনিকতার যেন-তেন ছড়াছড়ি নেই এখানে বরং সবুজ পাহাড়, আাঁকাবাকা সাজানো পথ। ভুটানের বাড়িঘর, দোকানপাট সবই কাঠের।

অপুর্ব তার নকশা। ভুটানের রাজধানী থিম্পুও পাহাড়ি শহর। পাহাড়ের কোলঘেঁষে বয়ে চলেছে হু নদী। নদীর ওপারেই হিমালয়ের সুউচ্চ শুভ্রতা। থিম্পুর রাজবাড়ি দেখার মতো সুন্দর স্থাপনা, কিন্তু উপায় নেই ভেতওে যাওয়ার।

বাইরে থেকেই দেখতে হবে। প্রচুর দূর্গও আছে থিম্পুতে। স্থানীয় ভাষায় বলে গুম্ফা। এর মধ্যে ভুটান রাজ জিগমি দোয়াজী ওয়াংচুক এর স্মরণে নির্মিত গুম্ফাটি খুবই সুন্দর। দেয়ালের কারুকাজ এবং গম্বুজের বাহারি নকশা প্রাচীন ঐতিহ্যর কথা মনে করিয়ে দেয়।

যেতে পারেন মীন তোখা জং দুর্গে। বিশাল বৌদ্ধমুর্তি, আর দেয়ালচিত্রের সমারোহ। এছাড়াও থিম্পুর চিচেন চোলিং রাজপ্রাসাদ, চেরি গুম্ফা বিশাল ফলের বাগান, চারুশিল্প সংগ্রহশালা পর্যটকদেও বিমোহিত করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।