আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে পাহাড়ি মদসহ আটক ৫

রাঙামাটির মানকিছড়ি এলাকা থেকে পাহাড়ি মদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে শহরের মানিকছড়ি চেকপোস্ট এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মালবাহি মিনি ট্রাকে থাকা ৪ বস্তা পাহাড়ি মদ আটক করা হয়। এ সময় মদ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক, হেলপারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নাছির (২৫), নজরুল ইসলাম (১৭), আল আমিন (১৯), পারভেজ (২৬) ও সাইফুল ইসলাম (১৭)।

এ ব্যাপারে রাঙামাটির মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির হোসেন জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহর থেকে যাওয়ার পথে (ঢাকা মেট্টো-ন-১১-৩৮১১) নাম্বারের মালবাহি মিনি ট্রাকটি থামিয়ে গাড়ির অভ্যন্তরে মুখ বাঁধা মদভর্তি চারটি বস্তা উদ্ধার করি। বস্তার ভেতরে ছিল ২১২ লিটার পাহাড়ি চোলাই মদ। এসময় মদসহ মিনি ট্রাক ও সংশ্লিষ্ট ৫ জনকে আটক করেছি। এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.