আমার ব্যক্তিগত ব্লগ
সকাল বেলা মামা-মামী আর এক সফর সংগী (এর গল্প পরে বলব) নিয়ে বের হয়ে গেলাম, রাবার বাগানের উদ্দেশ্যে। পথে মামা-মামীর একচোট হয়ে গেল। মামী বললেন ও এতো পাহাড় বাইতে পারবেনা, মামা বললেন এতো ঘুরে যেতে পারবোনা। আমি কিছুই বললাম না, না জেনে কি বলব? পাহাড়ে ওঠা আসলেই কত সমস্যা হবে সেটা নিয়ে তো কোনো ধারণা নেই।
তারপর হাটা শুরু হলো, প্রথমে মামা, তার পর বাকি সবাই, সবশেষে আমি।
কিছুক্ষন পর দেখলাম মামা আর আমি একসাথে হাটছি, বাকিরা 10/12 হাত পিছনে। মামা আমাকে সব দেখাতে দেখাতে নিয়ে গেলেন, কোথায় কিসের বাগান ইত্যাদি ইত্যাদি। এরপর সামনে পড়লো পাহাড়, কিভাবে যেন মাটি কেটে কেটে তাতে সিঁড়ি বানানো হয়েছে, পেচানো সেই সিড়ি। মামা বললেন ওঠো। পেচানো সিড়ি বলে সিড়িটার পুরোটা দেখা যায়না।
মনে হয় আর 10/12 ধাপ গেলে সিড়ি শেষ। বাস্তবে দেখা গেল। 10/12 ধাপ ওঠার পর আরো 10/12 ধাপ দেখা যায়। প্রতিবারই ভাবি এই শেষ, তারপর দেখি আরো বাকি। আমি আর আমার সংগী একবারে পুরোটা উঠে তারপর ঘাসে বসে হাফাতে লাগলাম, বাকি দল (মামীস হ) ধীরে সুস্থে বিরতি নিয়ে নিয়ে দেরি করে উঠলো।
ততক্ষনে আমরা পুরোপুরি স্বাভাবিক। মামি অবাক হয়ে আমাকে দেখলেন, বললেন আমিতো একবারে কখনও উঠিনি। (বাঁচাওওও)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।