আমাদের কথা খুঁজে নিন

   

অন্তুর মত বলতে ইচ্ছে করে, "লেবানন ইজ মাই............"



পত্রিকার পাতায় লেবাননের আহত, মৃত শিশুদের দেখে, পড়ে হৃদপিন্ডটা কুঁকড়ে আসতে চায়। ভাবি শুধু শুধু পড়লাম, আর অন্তুর মত বলতে ইচ্ছে করে, "লেবানন ইজ মাই............" কিন্তু পারি না। আমার জানামতে আমি কখনোই মানুষের অঙ্গ-প্রতঙ্গ নিয়ে কথা বলি না। সেই তথাকথিত ভদ্রতার হিযাব থেকে বেরিয়ে আসতে লজ্জা পাই। খবরের পাতা ছুড়ে ফেলে দিয়ে ভদ্রতার মুখোস মুখে সেঁটে ধরি, রকিং চেয়ারে দোল খাই। লেবানন নিয়ে অনেক-কিছুই বলার ছিল। লিখতে বসে আর বলতে ইচ্ছে করছে না। কি হবে বলে আমরা সবাই জানি এ ডাবল-স্ট্যান্ডার্ড পৃথিবীর কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।