আমার মনে হয় আমেরিকা নামের আন্ডর্াওয়র্ালড কে বুঝতে হলে মারিও পুজোর গডফাদার অনেকখানি সহযোগীতা করতে পারে। যদিও এটা একটা থ্রিলার ধমর্ী উপন্যাস যার স্থান লেখা হয়ে গেছে সর্বকালীণ উপন্যাস গুলোর সাথে। আমেরিকার আন্ডর্াওয়র্ালড নিয়ে এত উচু মানের ওপন্যাস আর লেখা হয়নি। যেমন ধরেন কর্নিয়লি ফ্যামিলি। এই একটা পরিবার আন্ডর্াওয়ালের্ড জায়গা করে নিয়েছে তাদের প্রধান ব্যবসা ছিল তেল ব্যবসা।
আর ক্যসিনো। এই সব ব্যবসা রক্ষা করতে হেন কোনো কাজ নাই যা তার করতে পারেনা। আর আজকে আমরা আমেরিকানদের যেমন দেখি। তেলের ব্যবসার জন্য ওরা দুনিয়া সুদ্দু জ্বালিয়ে দিতে পারে। ওদের কোনো মানবতা নাই।
সবচাইতে নিষ্টুর মানুষেরাই দুনিয়ার রাজা হয়। সিসিলিয়ান শব্দটা ব্যবহার করে মারিও পুজো এটাই কি বলেন নাই! আর সর্বোপরি তার লেখায় যেন যাদু আছে। মাইকেল র্কিনয়নি পলাতক সময় তথা সিসিলি পর্ব অসাধারণ কাব্যময়তা সম্পন্ন এক পরিচ্ছদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।