পরিবর্তনের জন্য লেখালেখি
খুব শীঘ্রই তোমার কোমল দু'হাত আমায় ছোঁবে
খুব যতনে মাটির বাসর গড়বে ভুবন
আমার গায়ে প্রিয় রঙের শুভ্র বসন
আলিঙ্গনে আলতো করে শুইয়ে দিও।
জন্ম হওয়ার আগেই আমি মৃত ছিলাম ভবে
খুব আক্রোশে মরলো যখন ছোট্ট দেহ
বাঁচায়নি কেউ। অন্ধ ছিলো মাতৃস্নেহও।
তোমাকে তাই দোষ দেব না। প্রেমটা নিও।
চোখ মৃত তো! তাই বুঝিনি, আমি কি বিভৎস
লাশের ভেতর ডেভিল থাকে, আগলে রাখে
সাপ-খোপ আর নেকড়ে যখন পায় আমাকে
বিদায় নিত ! অভয় পেলে তোমার , প্রিয়!
দেহ গেছে, হৃদয় মৃত, আত্মাটুকুই ছিলো
কেউ পায়নি কণা মাত্র তার অধিকার
আত্মাটুকুই সেধেছিলাম প্রেম উপহার
নিতেই হবে, শর্ত তো নাই, তা বুঝিও।
জন্ম বোধ হয় পাওয়ার জন্য হয়নি আমার , তবে
দেওয়ার মত ভালবাসা ছিল আমার।
দিয়েই গেছি । চেয়েছিলাম এই একবার...
এই জন্যই হারতে হলো আত্মাটিও!
বড়দের এই বিশ্ব খেলায় কে জিতেছে কবে?
আমি শিশু, নিয়ম কানুন জানি না , তাই
বিদায় নেব। আর হবো না ঘুড্ডি নাটাই।
তোমার যোগ্য কেউ তো নয় । নই আমিও!
কষ্ট শুধু , জেনেছিলাম , মরতে আমায় হবে
শত্রু হলে, খুব সাহসে দিতাম রুখে
তুমিই যখন মারলে ছুরি আমার বুকে
তোমায় আমি বাধা দেব , কল্পনীয়?
কেউ ছিলো না তোমার আগে, আর কেউ না হবে
এ সত্যটা চিরকালীন সত্য জেনো
বিদায় দিলে, আর এখানে থাকবো কেন?
প্রেম না দাও। বিদায় বেলায় , একটু ছুঁইও।
[বলেছিলে , মোরো না।
আর কখনো , কোন দিন , বলো না , "মোরো না"।
তাহলে আত্মাও ধোকা খায়। ভাবে , হয়ত প্রেম থাকলেও থাকতে পারে!!!!! ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।