ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
এইসব ভুলে যাওয়া ভালো
গোধূলি আকাশ ব্যাপে কাজলা মেঘের গুরু গুরু ডাক
দ্বিধার দেয়াল ভেঙে এইসব ভুলে যাওয়া ভালো।
আবছায়া রোদে খিড়কীর ওপাশ থেকে একটা বকুলের উদাত্ত আহ্বান ছিলো-
সমস্ত দিলাম মেলে- বুক ভরে শুষে নিয়ে দ্যাখ্।
চৈত্রের ভর-দুপুরে খররোদে নিরলস পুড়ে পুড়ে যেতে যেতে
স্রোতের উজান থেকে সুশীতল হাওয়া বলেছিলো-
এইতো অঝোর শানতি! নে, বিঁধে গেলাম পাঁজরের বাঁকে।
বিনিদ্র চোখের তারায় প্রায়শঃ অন্ধকারে খুঁজি ফিরি দৃশ্যহীন হাত
দেয়ালের টিকটিকি আচমকা ডেকে ওঠে টিক্ টিক্ টিক্
কী জানি কখন বাজবে বারোটা!
এইসব ভুলে যাওয়া ভালো।
সচেতন পৃথিবীর এলোমেলো মানুষ পার্কের গালিচায় হেঁটে যেতে
হঠাৎ দু'হাতে তোলে উন্মাতাল যৌবনের ফুল
শনশন যুবক হাওয়ায় নীলাভ ভ্রমর দ্বিধাহীন উড়ে যায়
হৃদয়ের সোনাতারে বাজে প্রাপ্তির কোরাস।
অথচ এখন দৃশ্যহীন দৃশ্যের পেলবে
সলাজ তালুর রেখা কীর্তিনাশা স্রোত
দুঃখের উঠোন থেকে খড়কুটো টেনে বাবুই পাখির ডাক-
এলোমেলো সব ভুলে যাওয়াই ঠিক।
ভুলে যাওয়াইতো ঠিক- কিন্তু কেন?
বিশ্বাসের বকুল সুবাস ছড়াতে ছড়াতে বলে- কেন?
মগজের দীঘল জমিনে যুবক বৃক্ষেরা পাতা নেড়ে বলে- কেন?
আশার প্রপাত থেকে জলের ছলাৎছল সুর তোলে- কেন?
পেলব আঁধার চিরে রাতজাগা বিরহী পাখির ডাক- কেন?
খরা ও বন্যার কবলে বিভ্রানত কৃষকের দ্বিধা- কেন?
কালের চাহিদা হাত ধরে ডাকে বাস্তবের েেত
দ্বিধা ও দ্বন্দের শেষ রেখা টেনে
বেমানান এইসব ভুলে যাওয়াই ভালো;
ভুলতে পারি না!
06.01.85
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।