আমার ব্যক্তিগত ব্লগ
সৌদিতে আমাদের বাসার পাশে একটা বাংগালী পরিবার ছিল। ঐ বাড়ির মেয়ে তিনা ছিল আমার সার্বক্ষনিক সংগী। ও ছিল আমার এক বছরের ছোট। ছোট বাচ্চাদের মনে না না প্রশ্ন জাগে, আর তার উত্তর দিতাম আমি। কেন যেন ওর ছিল অগাধ বিশ্বাস আমার উপর। বাবা-মা যাই বলুক না কেন, আমি যদি বলি সেটা ভুল তো ভুল।
একবার বাংলাদেশে বেড়াতে গেল। সবার সাথে নানা বিষয়ে নানা গল্প। সবাই বলল, এই শিমুল আপাটা কে? সাড়াক্ষনই দেখি শিমুল আপার গল্প। শিমুল আপা এটা বলেছে, এটা করেছে ইত্যাদি?
ওর মা মহা বিরক্ত হয়ে বলল, "শিমুল আপা হলো ওর গুরু!!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।