আমাদের কথা খুঁজে নিন

   

শিমুল ফুল

যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।

গাছের ডালায় রক্ত রঙা শিমুল ফুটল কিনা খবর দিও,
সময় করে দেখতে যাবো।
বহুদিন শিমুল দেখিনি,
ছুঁয়ে দেখিনি তার পেলব কোমল পাপড়ি,
নাক ডুবিয়ে নেইনি তার মাতাল মাতাল গন্ধ
অথচ জানো, কোনও এক সুদুর শৈশবে
শিমুল নিয়ে আমার কোনও আগ্রহ ছিল না।
পায়ের তলায় কত্ত শিমুল মাড়িয়েছি
স্কুলে আসা যাওয়ার পথে কিংবা খেলার সময়ে!
এখন শিমুলের সাথে আমার অদ্ভুত এক মিল খুঁজে পাই,
জীবনের পথ চলতে চলতে কখন জানি আমার ভেতরটাও
শিমুলের মতো রক্তাক্ত হয়ে গেছে;
এখন পথের ধারের শিমুলতলায় যখন
কোনও শিমুল পড়ে থাকতে দেখি,
বুকের মাঝে কেমন মোচড় দিয়ে উঠে।
মনে হয় ওইতো আমি রক্তাক্ত হয়ে
পথের ধুলোয় পড়ে আছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।