আমাদের কথা খুঁজে নিন

   

শেষমেষ .... 6ই সেপ্টেম্বর

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

অনেক জল্পনা কল্পনার পর আজকে দেশে যাবার টিকেট কাটলাম। 5ই সেপ্টেম্বরে লন্ডন সময় রাত সাড়ে বারোটায় ছাড়বে আর বাংলাদেশে পৌঁছাবে 6 তারিখ দুপুর চারটায়। আহ .... প্রথমে বুঝতে পারছিলাম না, কোন এয়াল্লাইনসে টিকেট কাটবো। প্রথম পছন্দ ছিল এমিরেটস।

আসার সময় এতেই এসেছিলাম। ঢাকা থেকে দুবাই পর্যন্ত ওদের সার্ভিস খুব একটা ভাল ছিল না তবে দুবাই থেকে লন্ডন পযনর্্ত সার্ভিস অতুলনীয়। অবশ্য ওদের দোষ দিয়েও লাভ নাই, যাত্রীদের কার্যকলাপই ওদের খারাপ সার্ভিসের জন্য দায়ী। দু' একটা উদাহরন দেই। পান খেয়ে টয়লেটে পানের পিক কিংবা নিষেধ থাকা সত্ত্বেও টয়লেটে গিয়ে সিগারেট ধরানো আমাদের কিছু কিছু মানুষের নিত্যনৈমিত্তিক ঘটনা।

যাইহোক এরপরে ছিল কাতার এয়ারলাইনস আর ইত্তেহাদ এয়ার। দু'টাই খুব উচুঁমানের সার্ভিস। কিন্তু ট্রাভেল এজেন্ট বলল ইদানীং নাকি ইন্ডিয়ান এয়ারলাইনস ভাল সার্ভিস দিচ্ছে। অন্তত কলকাতার স্বল্প যাত্রাবিরতীটা দীর্ঘ বিরতীতে রুপ নিচ্ছে না। শেষমেষ 400 পাউন্ড দিয়ে টিকেট কাটলাম, সস্তাতেই পেয়েছি বলা যায়।

আসার সময় তো ওয়ান ওয়ে টিকেটই লেগেছিল 400 পাউন্ড। আল্লাহই জানে ওই দিন কি আছে কপালে? বস মিনমিন করে বলছে এত দিনের ছুটিতে যাবার দরকার কি ... 3 সপ্তাহই তো যথেষ্ট। তুমি চলে গেলে এত কাজ কে করবে ইত্যাদি ইত্যাদি। আমি গম্ভীর হয়ে বলল - দরকার হলে যাবা দিনও সারাদিন কাজ করে যাব। জীবন কারোও জন্য থেমে থাকে না।

বলেই হেসে দিলাম। হঠাৎ মনে হল আয় হায় কি বললাম, এখন যদি জীবনকে সচল রাখতে আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নেয় তো আমার খবর আছে ... হাহাহাহা আমার রুমমেটকে বলে রেখেছি, আমার অবর্তমানে ওই আমার জায়গায় কাজ করবে। কিন্তু সমস্যা হবে যাদের ওয়েব সাইটের কাজ করছি তাদের কাজে ব্যাঘাত ঘটবে। চিন্তা করছি সময় পেলে দেশেও কিছু কিছু কাজ করে প্রতিদিন আপলোড করে দেব। কিন্তু যত প্ল্যান মাথায় এর মধ্যেও কি সময় পাব?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.