আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরের পাঁচজনসহ বিভিন্ন স্থানে নিহত ১১

দিনাজপুরে পাওয়ার টিলার উল্টে খাদে পড়ে চারজন এবং মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, বগুড়া, নোয়াখালী, পাবনা ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর_

দিনাজপুরের নবাবগঞ্জের ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কে গতকাল পাওয়ার টিলার উল্টে রাস্তার পাশে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন_ হাসান, রাসেল, সাইফুল ইসলাম ও জাকিরুল ইসলাম। অন্যদিকে, বিরলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আরোহী মহসীন আলী নিহত হয়েছেন।

বরিশালের বাকেরগঞ্জে গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিকী নিহত হয়েছেন। আবু বকর বরগুনার বামনা উপজেলার বাসিন্দা। বগুড়ার শেরপুরে মালবাহী কার্গো ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার মীর মোশারফ হোসেন নামে একজন নিহত হয়েছেন। উপজেলার মির্জাপুর আমবাগান নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় মালবাহী ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে চালকসহ তিনজন আহত হন।

স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মনির হোসেন নামের একজনের মৃত্যু হয়। মনির চাটখিল উপজেলার ছোটজিদ গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধবপুরে গতকাল ট্রাক্টরচাপায় ব্যবসায়ী শহিদুল ইসলাম নিহত হয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

গোপালগঞ্জ সদরের উলপুরের মান্দারতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খোকন সিকদার ও সুরুজ চোকদার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.