আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি এবং রামসাগর -- ছবিব্লগ

আমি নিজে রুফ গার্ডেনার এবং আমি মনে প্রাণে চাই আমাদের এই শহরটির ছাদ সবুজে ভরে যাক।
ঐতিহাসিক কীর্তির ছড়াছড়ি এই দিনাজপুরে। সুদীর্ঘ তিন শতাধিককাল স্থায়ী রাজবংশে অনধিক ১১ জন রাজা রাজত্ব করেছেন দিনাজপুরে। তাদের অমর কীর্তি রাজবাড়ি এখনও আছে দিনাজপুর শহরেই। এই ১১ জন রাজার মধ্যে রাজা রামনাথই স্মরণীয় হয়ে আছেন কান্তজ়ীর মন্দির তৈরী আর বিশাল দীঘি রামসাগর খননের মাধ্যমে।

দিনাজপুর শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই রামসাগর। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে ভিড় জমায় এর প্রাকৃতিক শোভা আর সৌন্দর্যের জন্য। ইচ্ছে করলে সারাদিন কাটিয়ে দেওয়া যায় এই রামসাগরে। রাজবাড়ি আর রামসাগর নিয়েই আজকের আমার ছবিব্লগ। রাজবাড়ির সুদৃশ্য কিছু অংশ রাজবাড়ির পরিত্যাক্ত অংশের কিছু খন্ডিত চিত্র এটি প্রধান ফটকের বর্তমান চিত্র দ্বিতীয় ফটক বা সিংহদুয়ার প্রাসাদের ভিতরে মন্দিরের গেইট সবচেয়ে ভিতরের গেইট রাণী মহল রাণীর গোসলের জন্য নির্ধারিত পুকুর, কাপড় পরিধানের রুম ঐতিহাসিক রামসাগরের কয়েকটি আংশিক ছবি ঢাকা থেকে আগত মৎস্য শিকারীরা বড়শী দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে সামান্য অংশ বাদে প্রায় পুরো রামসাগর রামসাগরের তীরের টিলার উপরে সুদৃশ্য ডাকবাংলো রামসাগর সম্পর্কে তথ্য দেওয়া আছে কাজেই আমার বলার কিছু নেই কিছু অংশে ফুলের বাগান রামসাগরের তীরের কিছু অংশ জুড়ে আছে শিশু পার্ক।

আর তাতে জিরাফ, ভাল্লুক, হাতি সহ ২০ টি প্রাণীর প্রমান সাইজ প্রতিকৃতি রয়েছে। এটি হাতির প্রতিকৃতি। এবার আর প্রতিকৃতি নয় একেবারে সত্যি সত্যি হাতি পথ আগলে দাঁড়াল। সালামী না দিলে নাকি পথ ছাড়বে না। অবশেষে সালামী দিয়ে রেহাই পেলাম।

আমবাগানের কিছু অংশ এ পথ যদি শেষ না হতো --- আমার ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ছবি ব্লগ ১। তেতুলিয়া বাংলাবান্ধা ভ্রমণের ছবি পোষ্ট ২। একটি গাছ প্রকৃতিকে দান করেছে অপরূপ সৌন্দর্য ৩। চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি ৪। ঈশা খাঁর জংগল বাড়িতে একদিন ৫।

একটি ব্যতিক্রমধর্মী কৃষি শিক্ষা সফর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.