আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার শব্দটি এখন অবান্তর।



যদি প্রশ্ন করা হয় রাজাকার কারা ছিল? সহজ উত্তর কেন ঐ টুপিওয়ালারা ... ... ... কিন্তু যদি প্রশ্ন করা হয় বর্তমানে রাজাকার কারা? এবার উত্তরটা কিন্তু মোটেই সহজ নয় কেননা এই শব্দটাই এখন অবান্তর। তারপরও তথাকথিত মুক্তিযোদ্ধারা(এমনকি যার বয়স 20 পেরোয়নি সেও) এই শব্দটি ব্যাবহারে বেশ উৎসাহী প্রতিপকে ঘায়েল করার জন্য। মজার ব্যপার হল যারা রাজাকার বলে অন্যকে গালি দেয় তারা নিযেরাও যানে না প্রকৃতপ েতারা নিযেরাই রাজাকার। কারণ:71 এ জীয়া মুজিরে স্বাধীনতার বিরোধিতা করে রাজাকার নামে একদল লোক দেশবাসীর কাছে ঘৃণীত হয়েছিল। 71এর রাজাকারদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মা করে দিয়েছিলেন।

সুতরাং মাপ্রাপ্ত লোকদের পূনরায় ঐ একই কারনে দোষারোপ করার অর্থ বঙ্গবন্ধুর রায়কে অস্বীকার করা তার বিরোধিতা করা। 71এ বঙ্গবন্ধুর বিরোধিরা যদি রাজাকার হন তাহলে 21শতকের বঙ্গবন্ধুর বিরোধিরাও রাজাকার। ভুল সকলেই করে। আমাদের দেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলগুলোর কেহই ভুলের বহির্ভূত নয়। বি.এন.পি. এর প্রতিষ্ঠাতা শহীদ জীয়াউর রহমান অনেক মৃতু্য আর রক্তের বন্যা বইয়ে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছিলেন।

71-এ জামাআতে ইসলামী বাংলাদেশর ভুমিকা নিয়ে কিছু না বললেও চলে। এরশাদ সৈরাচার, গণতন্ত্র্রের শত্রু। আর আওয়ামি লীগ তো দেশের সকল সংবাদপএ নিষিদ্ধ করে দেশের গণতন্ত্রের গলা টিপে ধরে বাকশাল কায়েম করেছিল। সুতরাং, ভুল সকলেই করেছে আর ভুল করেই সবাই শেখে। একটা কথা আমাদের সমাজে বেশ প্রচলিত, "ভুল সফলতার পূর্ব-শর্ত"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.