আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তির উন্নয়নে দিনে দিনে বিন্দু হয়ে যাচ্ছে সিন্ধু

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

Dot's A Lot শিরোনামে Quentin Hardy একটি চমকপ্রদ তথ্যপ্রযুক্তির ফিচার লিখেছেন বিশ্ববিখ্যাত Forbes.com এ। যেটিকে নিয়ে প্রতিবেদনটি লিখেন তা হল শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা হিউলেট প্যাকার্ড এর সাম্প্রতিক উদ্ভাবন ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস মেমোরি চিপ নিয়ে। দেখতে অনেকটা শস্য দানার সমান চিপটিতে 100 পৃষ্ঠার তথ্য (512 কিলোবাইট) রাখা যাবে। আকারের তুলনায় ধারণ ক্ষমতা যথেষ্ট কম মনে হলেও এর বিশেষত্ব ভিন্ন জায়গায়। তা হলো এটি কোনো প্রত্যক্ষ সংযোগ ছাড়াই তথ্য স্থানান্তর করতে সক্ষম।

এছাড়া চিপটি এতোটাই ছোট যে এটি যেকোনো ইলেকট্রনিক সরঞ্জামে সহজে ব্যবহার করা যাবে। এতে তথ্য পরিবহনের গতি সেকেন্ডে 10 মেগাবাইট। যা ব্লুটুথ কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি আইডি ট্যাগের চেয়েও দ্রুতগতিসম্পন্ন। হাসপাতালে রোগীদের হাতে মেডিকেল তথ্য সংবলিত ব্যান্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কার্ড বা নথিতেও এটি ব্যবহার করা যাবে। রোগীদের ক্ষেত্রে চিপটি রোগের যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজে পাঠাতে পারবে।

রোগীর সর্বশেষ শারীরিক অবস্থাও এটি ওয়্যারলেস পদ্ধতিতে গ্রহণ করতে সক্ষম। আগ্রহীরা আরো জানতে ঢুঁ মারতে পারেনঃ Click This Link অথবা http://tinyurl.com/rdr2x

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.