যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
সুইডেনে এখন সামার। প্রকৃতি সেজেছে নানা রঙে, নানা বর্ণের সমাহারে সমৃদ্ধ হয়ে। আমরা বাংলাদেশ থেকে যারা এখানে পড়তে এসেছি তাদের কয়েকজন মিলে সেদিন বনভোজনে মেতে উঠলাম ব্রুনসপার্কে। সেই সেদিনে আমার ক্যামেরায় সুইডেনের প্রকৃতির কিছু ছবি ধারণ করেছি। তাই শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।