আমাদের কথা খুঁজে নিন

   

জ্বরের ঘোরে লিখা

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আমি জানি না কি লিখুম এই খানে। আইজকা সকালে উইঠা দেখি আমার কেরম গা ব্যাথা! বিছানা থেইকা উঠতে গিয়া হালকা চক্কর দিলো মাথা। বিছানায় আবার পইরা গেলাম! আমার পরনের টাইমে যেই এলোমেলো ভাব তাতে আমার বৌ জাইগা গেলো ঘুম থেইকা। সে সাথে সাথে আমার কপালে হাত দিলো! কয় তোমার তো জ্বর! শুইয়া থাকো আইজকা অফিসে যাওনের দরকার নাই! আমি তাও উইঠা যাই। রুটি রুজির তাগিদে শরীর আসলে অন্য কথা কয়! আমারে গোসল করতে হয়! জামা কাপর পালটাইয়া বাইর হওনের পথে আমি বুঝি শরীর অনেক দূর্বল। ভাইরে একটা সময় ছিলো এইসবে আমার কোন ঝামেলা ছিলো না। যে কোন রম অবস্থায় উইঠা পরছি। কিন্তু আজকাল কেরম অলস হইছি! উৎসাহ পাইনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.