আমাদের কথা খুঁজে নিন

   

মামা তাড়াতাড়ি লাফ দাও



ঝড়োর পোষ্টে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়ে গেল । বছর পাঁচের আগের ঘটনা । মামা আমি ও মামার কয়েকজন বন্ধু মিলে মধুমিতা হলে রাত 9-12টা গোলডেন আই ছবিটা দেখতে গিয়েছিলাম । পরের দিন শেষ হয়ে যাবে বলে ওই সময় ছাড়া হাতে আর কোন সময় ছিলনা। তো ভাল ভাবেই উপভোগ করলাম পুরো ছবিটা।

এবার বাসায় ফেরার পালা । বাস ছাড়তে দেরী হবে কিনা চালককে জিজ্ঞেস করতেই বলল, আরে না না এক্ষুনি ছেড়ে যাবো । বাসে ওঠার পর আধাঘন্টা-পৌনে এক ঘন্টা হয়ে গেল কিন্তু হেলপার শুধু হাক দিচ্ছে পেসেঞ্জার তোলার জন্য । আস্তে আস্তে করে সব যাত্রীদেরই ধৈর্য্যের সীমা অতিক্রম করল । এরপর চালককে সবাই যখন একসাথে বলতে লাগল তখন যাত্রা শুরু হল ।

মাঝপথে চালক হঠাৎ করেই বাস থামিয়ে অন্য আর এক চালক এর সাথে গল্প শুরু করে দিল । চালকের এই অবস্থা দেখে সবাই মারমুখি হয়ে ওঠায় চালক আবার যাত্রা শুরু করল । কিন্তু সাথে সাথে সব যাত্রীদের উদ্দেশ্য করে আজেবাজে গালাগাল দিতে লাগল। এ অবস্থায় এক যাত্রী ক্ষিপ্ত হয়ে চালককে মারল এক চড় । এমতাবস্থায় চালক তার গালি ও বাসের স্পীড দুটোই বাড়িয়ে দিল।

আর ওই যাত্রীও এ সময় আরও 2/3 চড় মারল। এইবার চালক তার লাইসেনস ও অন্যান্য কাগজপত্র লুঙ্গির ভিতর ঢুকিয়ে খুব দ্রুত বাস টানা শুরু করল । সাথে সাথে হুমকি দিতে লাগল, খবরদার আমার গায়ে যদি কেউ আর একটা টোকা দেয় তাইলে আমি গাড়ি পালটি দিমু । আমার অবস্থা শেষ আমি মনে মনে ভাবতেছি ছবি দেখতে আসছি বলেই হয়ত আজ এই শাস্তি। আমি মারা গেলে কি অবস্থা হবে এই চিন্তাই করতেছিলাম ।

মামা আমাকে শান্তনা দিচ্ছে ভয় নেই কিচ্ছু হবেনা । আরে কিচ্ছু হবে না মানে চালক বাসটাকে নিয়ে যেভাবে ঢেউ দিচ্ছে আমার বুকের মধ্যে ঠিক সেভাবেই ঢেউ দিচ্ছে । এরপর মামা বলল, মামা তুমি কি লাফ দিতে পারবা ? আমি বললাম পারবো । তো আমরা 5 জন ঠিক করলাম লাফ দিবো । গেটের কাছে যেতেই হেলপার বাধা দিল কাউকে নামতে দেয়া হবেনা ষ্ট্যান্ডে নিয়া আগে গনধোলাই দিমু তারপর।

মামা হেলপারকে টান দিয়ে বাসের ভিতরের দিকে সরিয়ে দিল। এরপর মামা বলল, লাফ দাও। আমিও দিলাম লাফ। তখনকার অনুভুতিটা ছিল এরকম যে পৃথিবী ঘুরছে আমিও ঘুরছি কিন্তু পরে দেখলাম আমি রাস্তায় পরে আছি। এরপর দেখি মামা আমাকে খুঁজছে।

কিছুক্ষন পর আমরা পাঁচজন একত্রিত হলাম বাস ষ্ট্যান্ড থেকে একটু দূরে । চালক বাস নিয়ে ষ্ট্যান্ডে পৌছে যাওয়ার সাথে সাথেই চারদিক থেকে ঘিরে ফেলল সব হেলপার ও চালকরা। তারা আগে থেকেই তৈরী ছিল লাঠিসোটা নিয়ে। আমি শুধু দেখলাম যাত্রীদেরকে টেনে হিচরে বের করে গনপিটুনি দিতেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না।

মামা বলল, মামা তাড়াতাড়ি পালাও এখান থেকে, হেলপাররা এদিকে আসলে আমাদেরও খবর আছে। এরপর হাটতে হাটতেই বাসায় রওয়ানা দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।