আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের খাতা: ডাকছি জুলাইয়ের বার্থডে ব্লগারদের, প্লীজ স্ট্যান্ডআপ...

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ঝড়ো হাওয়া, 3 জুলাই কালপুরুষ, 7 জুলাই আরাফাত রহমান, 12 জুলাই মাশীদ, 15 জুলাই আস্তমেয়ে, 20 জুলাই ফয়সাল তারিক, 22 জুলাই জুয়েল, 24 জুলাই শোহেইল মতাহির চৌধুরী, 28 জুলাই রুপা, 28 জুলাই রাগ ইমন, 30 জুলাই এইটা একটা নতুন আইডিয়া। এই পোস্টটা আপনাদের ভিতরে যাদের জুলাই মাসে জন্ম তাদের জন্য। খুব শিঘ্রি আসছে জুলাই। জুলাই মাসের প্রতি আমার দূর্বলতা কারন সেই মাসে যারা জন্মায় তাদের সাথে আমার ভালো আন্ডাস্ট্যান্ডিং আছে (রহস্য পরে বলবো, আপাতত বলে রাখি আমার মায়ের জন্মও জুলাইতে)। সুতরাং ব্লগার্স, বয়জ এন্ড গার্লস : জুলাই মাসের কোন তারিখে আপনার জন্মদিনটা জানিয়ে মন্তব্য করে যান।

চিন্তার কিছু নাই, আমরা মহাসমারোহে আপনার জন্য জন্ম দিন পালন করবো, এই সামহোয়্যারেই। চাইকি ফ্রিকোয়েন্ট ব্লগাররা মিলে ঘরোয়া অফলাইন আয়োজনও হতে পারে। তবে তার আগে তো তারিখটা জানতে হবে, নইলে শুভেচ্ছা আসবে কোথা থেকে? বয়সের রহস্য গোপনীই থাকবে, শুধু তারিখ জানালেই আপনার বন্ধুরা খুশি। বয়স দিয়া তো বন্ধুত্ব হয় না, হয় মনের মিল থাকলে। চাই কি শুভাকাংখি কেউ আপনার দরজায় গিফট নিয়ে ও হাজির হতে পারে।

অবশ্য তারপরে জল যদি অন্যদিকে গড়ায়, তখন কিন্তু এই গরীব, বেকুব সাদিককে বকা দিতে পারবেন না!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।