রোজ রাতে উঠি ছাদে । আকাশের কালো রং সেখানে সব দুখ গুলো কে ঢেকে দেয় । মাঝে মাঝে তারা গুলো সঙ্গে থাকে আমার । আর চাদঁ সেতো কালো আকাশের সৈীন্দর্য আরো বাড়িয়ে দেয়। সব মিলিয়ে সেখানে বিরাজ করে এক প্রশান্তি ।
দক্ষিনা হাওয়া মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় । মনে হতে থাকে ওই তারাগুলোতে লুকিয়ে আছে আমার আপনকেউ যাকে আমি হারিয়েছি । এমন যদি হত একদল পরী এসে খানিকক্ষন আমার সাথে গল্প করত। কল্পনা সবই আমার কল্পনায় থেকে যায় । কখনও হয়তবা গান শুরু করি ।
ভাললাগে রাত ভাললাগে চাদঁ,ভাললাগেরে সবই............। আজব এক ফিলিংস আর সুন্দর এক দুনিয়ায় বাস করি আমি সেখানে । প্রতিটা ক্ষন চমৎকার এক আবেশে ডুবে থাকি শুধু আমি ওই চাদঁআর এই শান্ত রাত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।