ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
না এই পোস্টটি কোন ভ্রমন কাহিনী নয়। কিংবা নয় কোন সমাজ বিশ্লেষণ। কেবল নিজের একটি জিজ্ঞাসা আপনাদের কাছে উপস্থাপন।
আমার মন বলে পিএইচডি করা উচিৎ। পরিস্থিতি বলে না চাকরীতে ঢুকে পড়।
আরো সাড়ে তিন বছর নষ্ট বা ইনভেস্ট করে লাভ কি? আমি বিবাহিত, আমার ইমিডিয়েটলি জীবন শুরু করা দরকার। আর কত পড়াশুনা?
আপনারা যারা পিএইচডি করছেন তারা কি বলেন? যারা করছেন না তারাই বা কি ভাবছেন? আপনাদের আলোয় একটু পথ দেখান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।