আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীতদাসের জীবন দর্শন

আমরা সূধী সমাজ। শিক্ষিত, আধুনিক আর উদার আমাদের জীবন দর্শন। তাই আমরা নতূন উদিত জাতি হিসেবে নিজেদের কে জাহির করতে ব্যাস্ত। কিন্তু তা শুধু সোস্যাল নেটওয়ার্কি সাইট গুলোতে। প্রতিবেশি দেশে ধর্ষন এর ঘটনায় তীব্র ধিক্কার জানাই ।

ইভ টিসিং এর বিরুদ্ধে লড়ে যাই। সিমান্তে বি এস এফ এর হত্যার নিন্দার ঝড় তুলি টি ষ্টলে। আমারা আধুনিক তা প্রকাশে হয়ে উঠি মরিয়া। তাই আবার বাজারে যেয়ে আধুনিক ইন্ডিয়ান পন্যটাই বেছে নেই। টিভির সামনে বসে ভারতিয় চাক দে ইন্ডিয়া তে পুলকিত হই।

হিন্দি সিরিয়াল এর প্রর্দশিত প্যানপ্যানানি দেখে আধুনিকতা রপ্ত করি। মেয়েদের স্কুলে র সামনে দাড়ালে সুন্দরী ময়ে দেখলে মুখ ফসকে বেড়িয়ে যায় "কেয়া মাল হ্যায়"। তীব্র শীত এ অফিসে যাওয়ার পথে ভাসন্ত মানুষের কষ্ট দেখে "চুকচুক" আওয়াজেই সান্তনা। বাড়ির পরিত্যাক্ত শিতের কাপড় গুলো তাই ফেরিওয়ালার ঝুড়ি তেই যায়। র্দুনীতি বাজ দের গালাগাল, আর নিজের টেবিলের ফাইল আটকে কিছু টুপাইস কামাই।

অনাহারি শিশুটি খাবারের সন্ধানে কড়া নাড়লে গলাধাক্কা, নিজের শিশুর জন্য "কর্নফ্লেকস", মেয়ের জন্য মুন্নি , শিলা, আনারকলি ড্রেস, দেশে একটি মেয়ে ধর্ষিত? পেপারে রগরগে ঘটনা পড়ে পুলকিত হয়ে দুরে বসে আগুন পোহানের কাজেই আমাদের পারদর্শিতা। কে যায় বাবা আগবাড়িয়ে পাশে দাড়াতে। আমরা তাই আজও আধুনিকতার খোলসে আদিম বর্বরতার ক্রীতদাসের মানসিকতার বাইরে নই!! আজকের এই মানসিকতা ভারতীয় পন্য, ভারতীয় ইন্টারটেইনমেন্ট, ইভটিসিং, করাপশন, সেক্সসুয়াল আ্যবইউস মেন্ট, আর টিপ্যিকাল সেই "যার পশ্চাৎদেশ, তারই শূল বেদনা বিশেষ" মানসিকতার কাছে দাসত্বের লক্ষন. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.